হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পদ্মার শাখা নদী এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মানিকের চর থেকে চল্লিশপাড়া পর্যন্ত অভিযান চালানো হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবির পাশাপাশি উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং আনসার সদস্যরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ২০ হাজার কেজি চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫০০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন ও ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম।

অভিযান শেষে জব্দ জাল দৌলতপুর ইউএনওর নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া উদ্ধার করা বিপুল মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, ভবিষ্যতেও বিজিবি উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে অভিযান চালিয়ে যাবে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত