হোম > সারা দেশ > যশোর

যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবদলের নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও যশোর নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধোনিকে (৫২) প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে যশোর শহরের শংকরপুর আকবারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বদিউজ্জামান ধোনি যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বদিউজ্জামান নিজের বাড়ির সামনে দোকানে বসেছিলেন। এ সময় রিকশায় করে কয়েকজন সেখানে গিয়ে জামার কলার ধরে টেনেহিঁচড়ে অতর্কিত ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে বদিউজ্জামানকে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দুপুর ১২টা ১০ মিনিটে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ‘দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদলের নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে। কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের শনাক্তে পুলিশের কয়েকটি দল মাঠে রয়েছে।’

যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইনশৃঙ্খলা অবনতির শামিল। আইনশৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে খুনিদের অবিলম্বে আটক করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক