হোম > সারা দেশ > খুলনা

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনা নগরীর একটি বাসা থেকে শিউলী বেগম (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, মাথায় আঘাত এবং বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

শিউলী বেগমের স্বজনদের অভিযোগ, বিদেশ থেকে ফেরা ওই নারীর প্রায় ৬ লাখ টাকা কেড়ে নেওয়ার জন্য তাঁর একমাত্র ছেলে রিয়াদ মাকে হত্যা করেন। ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও দেখে এমন প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের একটি ভাড়া বাসা থেকে শিউলী বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর লাশ খাটের ওপর পড়ে ছিল। গত রাতে শিউলীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিউলী বেগমের মেয়ে কেয়া জানান, কাজের জন্য দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান শিউলী বেগম। দেশে ফিরে স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। পাঁচ-ছয় দিন আগে বিদেশে অর্জিত পৌনে ৬ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন শিউলী। কিন্তু বুধবার সকাল থেকে তাঁর মায়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

কেয়া আরও জানান, তিনি মায়ের খোঁজে জেলার ডুমুরিয়া উপজেলায় নানার বাড়িতে চলে যান, কিন্তু সেখানে না পেয়ে বাড়িতে ফিরে পুনরায় মায়ের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে মায়ের বসবাস করা ওই ভাড়া বাসার সামনে স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে পুলিশ এসে বাসার তালা কেটে খাটের ওপর শিউলীর লাশ দেখতে পায়।

শিউলীর মেয়ে কেয়া বলেন, ‘আমার ছোট ভাই রিয়াদ পেশায় একজন টাইলসের মিস্ত্রি। প্রতিদিন ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়। কিন্তু সিসি ক্যামেরা ভিডিওতে দেখা যায়, সে বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে বাসা থেকে বের হয়। এ সময় তাঁর কাছে একটি ব্যাগ ছিল। তাঁর আচরণও সন্দেহজনক দেখা গেছে। তা ছাড়া, ব্যাংক থেকে তোলা পৌনে ৬ লাখ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের সবকিছু এলোমেলো পাওয়া গেছে। ভাই রিয়াদ ঘরের বাইরে থেকে বের হওয়ার পর ওই ঘরে আর কেউ প্রবেশ বা বের হয়নি। ছোট ভাই রিয়াদই মাকে খুন করেছে।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শিউলীকে ঘরে থাকা পুতা দিয়ে মাথা আঘাত এবং পরে মৃত্যু নিশ্চিত করার জন্য বালিশচাপা দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, শিউলী বেগমের কাছে থাকা পৌনে ৬ লাখ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাঁর স্বজনেরা অভিযোগ তুলেছেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ছেলে রিয়াদকে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে। আমরা ঘটনাটির তদন্ত করছি।’

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, ‘শিউলীর পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে রিয়াদকে দোষারোপ করা হচ্ছে। খুব শিগগিরই আমরা তাঁকে খুঁজে পেয়ে যাব এবং ঘটনার বিস্তারিত জানানো হবে।’

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

বন্দিবিনিময় চুক্তি: ভারত থেকে এল ৩২ জেলে, ফিরে গেল ৪৭ জেলে

৫০ বছর ধরে কবর খুঁড়ছেন মজিরুল, নিঃস্বার্থ সেবায় গাংনীর গোরখোদকেরা

কুষ্টিয়ায় নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নির্বাচনী প্রচারে গিয়ে কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

খুলনায় গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ