ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়।
খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাটিলা সীমান্তের বাশবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নয়জন ও মাটিলা গ্রামের মাঠ থেকে ভারতে থেকে বাংলাদেশে অনুপ্রবেশে চারজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বিজিবি মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করে। তাঁদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।