মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে মামুনুর রশিদ লাল্টু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাল্টু ওই গ্রামের আব্দুল মমিনের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও মানবাধিকার কর্মী।
আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার রাজাগঞ্জ অঞ্চলের খালিয়া গ্রামের বাড়িতে এঘটনা ঘটে।
লাল্টুর প্রতিবেশী আনিচুর রহমান বলেন, সকাল আটটার দিকে বাড়ির বৈদ্যুতিক পাম্পে গোসল করতে গিয়েছিলেন তিনি। ওই সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লাল্টুকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিবাকর মণ্ডল বলেন, পৌনে নয়টার দিকে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।