হোম > সারা দেশ > মেহেরপুর

শিশুকে কুপ্রস্তাব দেওয়ায় ভ্যানচালককে পুলিশে দিল জনতা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আহত অভিযুক্ত ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ২১ তারিখে ওই শিশু স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাঁশবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে অভিযুক্ত ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দেন। এ সময় শিশুটি চিৎকার করলে খালেক মণ্ডল দ্রুত সটকে পড়েন। তারপর থেকেই ওই ভ্যানচালককে শনাক্তের চেষ্টা করে ভুক্তভোগী পরিবার। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে শিশুটি তার সঙ্গে থাকা অভিভাবককে ওই ভ্যানচালককে দেখিয়ে দেয়। এ সময় স্থানীয়রা ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পরে এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ভ্যানচালকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গাংনী থানায় একটি মামলা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাংনীতে এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আব্দুল খালেক মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ