হোম > সারা দেশ > ঝালকাঠি

পর্যটকদের স্বস্তিতে ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে ডিজে গান বন্ধে অভিযান 

ঝালকাঠি প্রতিনিধি

দূর-দুরান্ত থেকে প্রতি বছর ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা হাটে আসেন পর্যটকেরা। পেয়ারার এই মৌসুমে হাটসহ প্রকৃতির নৈসর্গিক রূপ দর্শনে ভিড় করেন তাঁরা। তবে ঘুরতে আসা কিছু কিশোরেরা ট্রলারে উচ্চমাত্রায় ডিজে গান বাজিয়ে উল্লাস করে। এতে অতিষ্ঠ পর্যটক ও স্থানীয়রা। গেল বছর এ নিয়ে অভিযোগ করায় এ বছর ডিজে গান বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন পেয়ারার এই ভাসমান হাটে। পর্যটকদের স্বস্তিতে দিনভর বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ও মো. তাসবীর হোসাইন। এ সময় উচ্চ শব্দে ডিজে গান বাজাতে থাকা ট্রলার থামিয়ে সতর্ক করা হয়। অনেক ট্রলার থেকে সাউন্ড বক্সের কিটও জব্দ করা হয়।

ঘুরতে আসা পর্যটক বিথী শর্মা বনিক বলেন, ‘এবারের পেয়ারার রাজ্যের পরিবেশ একটু ভিন্ন। কোনো শব্দ দূষণ নেই। প্রশাসনের এই অভিযান আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।’

আরেক পর্যটক দেবাশিষ বড়ুয়া বলেন, ‘খুলনা থেকে এসেছি। ভাসমান এই পেয়ারার হাটে থেকে বিকেলের পর চলে যেতে হয়। বাগান এলাকায় যদি পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তাহলে রাতে পর্যটকেরা ঘুরতে আসবে।’

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, পর্যটকদের দিক বিবেচনা করে পুরো মৌসুম জুড়ে চলবে অভিযান। সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্র ও শনিবার বিশেষ নজর রাখা হবে। উচ্চ শব্দে ডিজে গান বন্ধসহ ওখানকার খাবার হোটেলগুলোতেও অভিযান পরিচালনা করা হবে। পর্যটকদের সব ধরনের সুবিধা দিতে কাজ করছে জেলা প্রশাসন।

ঝালকাঠির কাঁঠালিয়া: সেতুর খুঁটি নির্মাণেই মেয়াদ শেষ

৭ ঘণ্টা পর ঝালকাঠির অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ঢাকার পথে ওসমান হাদির পরিবার

হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া, হত্যাকারীকে গ্রেপ্তারের দাবি

হাদির মৃত্যুর খবরে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ, আগুন

বাসের চাকায় পিষ্ট হয়ে ২ যুবদল নেতা নিহত

ভোটের মাঠে: অভ্যন্তরীণ বিভাজন বড় চ্যালেঞ্জ বিএনপির

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদিকে বলেছিলাম—‘র’ তোকে বাঁচতে দেবে না: বোন মাছুমা