হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি) 

ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার বিকেলে বিকলে ৪টার দিকে উপজেলার মুন্সিরাবাদ এলাকার ঝালকাঠি জজ কোর্টের কর্মকর্তা আ. রাজ্জাক খোকন ও আমেরিকা প্রবাসী সোহেল রানার বসতঘরে (আ. জব্বার মাস্টারের বাড়ি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরে একমাত্র কেয়ারটেকার ব্যতীত কেউ ছিল না। স্থানীয়রা ঘরের কেয়ারটেকারকে কৌশলে ঘর থেকে বের করে আনার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। 

স্থানীয় তালগাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সরাবাদ এলাকার মৃত জব্বার মাস্টারের ঐতিহ্যবাহী ও আধুনিক কারুকার্যমণ্ডিত বসতঘর। ধারণা করা হচ্ছে ঘটনার দিন বৈদ্যুতিক মিটারের সংযোগস্থল থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে আগুনে পোড়ে ঘরটি। স্থানীয়রা একত্রিত হয়েও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে কাঠালিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই ঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। 

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ও জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

১৭০ টাকার জন্য চাচার হাতে ভাতিজি খুন

এনসিপির প্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

লঞ্চ দুর্ঘটনা: তারেক রহমানের গণসংবর্ধনা থেকে ফিরছিলেন যাত্রীরা

মেঘনায় দুর্ঘটনা: ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চ জব্দ, আটক ৪

ঝালকাঠিতে ওসমান হাদির স্মরণে আলোচনা সভা ও দোয়া

হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াললিখন

৫০০ টাকা বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

ডিসি অফিসে গিয়ে আটক ঝালকাঠির সাবেক মেয়র কারাগারে

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ