হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চালক ও সহকারী রয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার ষাটপাকিয়া এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং বাসটি উদ্ধার করে সড়কের পাশে রেখে দেন। এ দুর্ঘটনায় বাসটি উল্টে দুমড়েমুচড়ে যায়। বাসে ৩০ জনের মতো যাত্রী ছিল। আহতদের অনেকেই মারাত্মক জখম হয়েছেন। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আজকের পত্রিকাকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের ওপর উল্টে যায়। এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।