হোম > সারা দেশ > যশোর

ইউপি সদস্য ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখম, চাঁদা দাবির অভিযোগ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

মনিরামপুর থানা। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে ইউপি সদস্য ছেলেকে না পেয়ে আহাদ আলী ছোট্ট (৭০) নামের এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। আহত আহাদ আলী শ্যামকুড় ইউনিয়ন পরিষদের পাড়দিয়া ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ আহমেদের বাবা। ইউপি সদস্য সবুজ আহমেদ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

আহাদ আলীকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু জানিয়েছেন, বৃদ্ধের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুর্বৃত্তরা ইউপি সদস্য সবুজ আহমেদকে বাড়িতে না পেয়ে বৃদ্ধ আহাদ আলীর কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে।

ইউপি সদস্য সবুজ আহমেদ বলেন, ‘দুই মাস আগে এলাকার কয়েকজন চিহ্নিত লোক আমার কাছে ২ লাখ টাকা চাঁদা চায়। ভয়ে আমি বাড়ি ছেড়েছি। বৃহস্পতিবার সকালে বিএনপির কর্মী আনোয়ারের নেতৃত্বে ছয়জন আমার বাড়িতে গিয়ে আমাকে খুঁজতে থাকে। যাওয়ার সময় তারা ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। সন্ধ্যায় আমার বাবা পাড়দিয়া বাজারে পান কিনতে গেলে আনোয়ারসহ মশিয়ার, ইকরামুল, নূর হোসেন, নাইমসহ ১০-১২ জন তাকে পাড়দিয়া হাইস্কুল মাঠে নিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়।’

সবুজ মেম্বার আরও জানান, তাঁর বাবাকে কুপিয়ে আহত করার পর হামলাকারীরা তাঁর চাচা, মামা ও মামাতো ভাইকে মারধর করে। হামলাকারীদের ভয়ে তাঁর মা ও স্ত্রী এখন বাড়িছাড়া।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সবুজ মেম্বার আওয়ামী লীগের আমলে এলাকার লোকদের নানাভাবে হয়রানি করেছে। এর জেরে কয়েকজন সবুজকে খুঁজতে তার বাড়িতে যায়। মেম্বারকে না পেয়ে তার বাবাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। বৃদ্ধের দেহে তিন-চারটি আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে।’

চাঁদা দাবির বিষয়ে ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সবুজের পরিবার চাঁদা দাবির বিষয়ে আমাদের কিছু জানায়নি। আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

এক বছরে যশোর সীমান্তে ৮৫ কোটি ৭২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ, আটক ১৬৫ জন

এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে!

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

সাড়া দেননি জনপ্রতিনিধিরা, কপোতাক্ষ নদে ৫ লাখ টাকায় সেতু বানালেন প্রবাসী যুবক

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

স্বর্ণালংকার বেশি পুরুষ প্রার্থীর, মামলা বেশি নারী প্রার্থীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি: যশোরে এক বছরে ৬২ হত্যাকাণ্ড

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

বেনাপোলে ২টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি