হোম > সারা দেশ > যশোর

ইরানি তিন নাগরিকসহ প্রতারকচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

প্রতারণার অভিযোগে তিন ইরানি নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ইরানি নাগরিকদের যশোর এবং বাংলাদেশি নাগরিকদের ঢাকার ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বিকেলে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন।

গ্রেপ্তারকৃতরা হলেন ইরানি নাগরিক খালেদ মাহবুবী (৫৪), ফারিবোরয মাসুফি (৫৭) এবং এক কিশোর। সে খালেদ মাহবুবীর ছেলে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন খোরশেদ আলম (৫৩) ও সাইদুল ইসলাম বাবু (৩৫)। 

তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ছোট বোতলে রাসায়নিক, মার্কিন ডলার, ইন্ডিয়ান, ইরানি, ইরাকিসহ বিভিন্ন দেশের নোট, পাসপোর্ট, মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন বলেন, ৮ এপ্রিল যশোরের অভয়নগরের একটি দোকান থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামের রাসায়নিক ব্যবহার করে ছয় লাখ টাকা লুট করে নেয় একটি চক্র। এ ঘটনায় দোকান মালিক শরিফুল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন।

এরপর ডিবি পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রাইভেট কারের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে তাদের শনাক্ত করে। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার ভাটারা থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য অনুযায়ী তিন ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা যশোর খুলনাসহ ৩২ জেলায় প্রতারণা করে আসছে। এই প্রতারক চক্র শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশে প্রতারণা করে এসেছে। প্রতারক চক্র ২০১২ সাল থেকে এসব প্রতারণামূলক কাজ করে আসছে। 

প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরও বলেন, ভয়াবহ মাদক স্কোপোলামিন; অপরাধ জগতে যেটির নাম ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। ভয়াবহ এই মাদক পথচারীদের নিঃশ্বাসে প্রয়োগের মাধ্যমে ‘মাইন্ড কন্ট্রোল’করে সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র। এ চক্রের খপ্পরে পড়ে তাদের হাতে স্বেচ্ছায় নিজের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা পয়সা তুলে দিচ্ছেন অনেকেই। গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে ইতিমধ্যে চক্রটি যশোরসহ ৩২ জেলায় সক্রিয় রয়েছে।

এই ইরানি নাগরিকেরা প্রথমে ফেসবুকে বাংলাদেশি তরুণ ও বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করেন। এর পর তারা মূলত টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। টুরিস্ট ভিসায় প্রবেশ করে বাংলাদেশের কয়েকজনের সহযোগিতায় তারা বিভিন্ন জেলা বিশেষ করে বাণিজ্যিক এলাকায় এসব প্রতারণা কাজ করে আসছিলেন। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন যশোর ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার

৪ কোটি টাকা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশিট