হোম > সারা দেশ > যশোর

করোনায় আক্রান্ত বাঘারপাড়ার ইউএনও তানিয়া আফরোজ

প্রতিনিধি

বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. শাহ-আলম রুবেল জানান, গত শনিবার ইউএনও তানিয়া আফরোজ স্যারসহ ৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবার জানা যায় ইউএনও স্যার, হাসপাতালের দুজন নার্স ও একজন আয়াসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত জানান, ইউএনও স্যার সুস্থ আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন। উপজেলার করোনা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও আহ্বান জানান। 

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ: স্ট্রোক করা মিজানকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্ত্রী ও শ্যালক, মারা গেলেন সবাই

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে, ঠান্ডা বাতাসে দুর্বিষহ জীবন

যশোর বিএনপি : ৩ আসনে প্রার্থী বদল, মাঠে বঞ্চিত ১০ জন

যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন, ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটন

যবিপ্রবির প্রথম উপাচার্য রফিকুল ইসলাম মারা গেছেন

যশোরে ১৯ মামলার আসামি ‘ত্রাস সোহাগ’ গ্রেপ্তার