গোপালগঞ্জে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেষ বর্ষের মেধাবী ছাত্র অমিতোষ হালদার। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
অমিতোষ গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি পূর্বপাড়া গ্রামের ভূপেন হালদারের ছেলে।
অমিতোষের পারিবারিক সূত্রে জানা গেছে, মাস খানেক আগে অমিতোষ ঢাকা থেকে বাড়িতে আসে। আগামী ৭ অক্টোবর তাঁর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার সকালেই তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। এ জন্য সকল প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। কিন্তু সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে তার ঘরের দরজায় তালাবদ্ধ দেখতে পায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরপাড়ে একটি গাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং মরদেহ নামিয়ে আনেন। পরে তাঁরা পুলিশে খবর দেন।
বৌলতলী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই মুকুল জানিয়েছেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অমিতোষের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়। পরে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো সু-স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।