হোম > সারা দেশ > রংপুর

কুয়া থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্ত এলাকার একটি অগভীর কুয়া থেকে লোকমান হোসেন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। 

স্থানীয়রা আজ বুধবার সকালে কুয়ার মধ্যে ওই যুবকের মৃতদেহ দেখতে পান। নিহত লোকমান একই গ্রামের মৃত আব্দুল হামিদ মেকারের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে নিজেদের গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন তিনি। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু হারিয়ে যাওয়ায় লোকমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে গরু খুঁজতে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। আজ বুধবার সকালে সীমান্তের পার্শ্ববর্তী বাংলাদেশ অংশে বরেন্দ্র পাম্পের কুয়ার পানিতে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হলে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 

এ বিষয়ে দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরিফ উল্লাহ আবেদ বলেন, ‘এক যুবকের মৃতদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন। কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’ 

১০ নম্বর কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান জুয়েলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে