হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে কোটা বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের সরকারি চাকরিতে নিয়োগে কোটা বহাল রাখার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। 

সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিনের নেতৃত্বে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা মিছিলে অংশ নেন। মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তাঁরা। 

মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাশেম মণ্ডল প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধার সন্তান শ্যামল রায় ও শিমুল কুমার রায়সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের মধ্যে অনেকে মারাও গেছেন। স্বাধীনতাবিরোধী একটি চক্র এবং তাদের প্রজন্ম পুনরায় বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তারা জাতির পিতা, প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে যে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য ও নাতি-নাতনিদের সরকারি কার্যক্রমের কোটা বহাল রাখার জন্য আদালতের আদেশ কামনা করছি।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে