হোম > সারা দেশ > রংপুর

হিলি বন্দরে পেঁয়াজের বাজার হঠাৎ অস্থির

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে। ভারত থেকে আমদানি খরচ বৃদ্ধির অজুহাতে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। গত তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা দরে।

আজ সোমবার দুপুরে হিলি স্থলবন্দরে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পূজার ছুটির পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ গত শনিবার বন্দরে বিক্রি হয় ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে। আর আজ সোমবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়।

হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘হিলি স্থলবন্দরে হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগে ৬০ টাকায় যে পেঁয়াজ কিনেছি, এখন সেই পেঁয়াজ ৯৫ থেকে ১০০ টাকায় কিনছি।’

স্বপন নামের এক পাইকার বলেন, ‘পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসা নিয়ে বিপাকে পড়েছি।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন আজকের পত্রিকাকে বলেন, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। পাশাপাশি রপ্তানি মূল্য বাড়িয়েছে ভারত। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ ডলার। তাতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়বে ৮৮ টাকা।

হিলি কাস্টম অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভারতীয় ১৫ ট্রাকে সাড়ে ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে