হোম > সারা দেশ > রংপুর

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

নাবিল হোসেন। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

নাবিল বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তিনি ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল হোসেন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। তাঁর ওই ছবির নিচে ডান পাশের কোনায় ইংরেজিতে লাল কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। পরে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজসংলগ্ন বড়মাঠ থেকে তাঁকে আটক করে পুলিশ।

ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় নাবিল তার ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি পোস্ট করেছিল। সেখানে সে লিখেছিল, ‘‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব’’। পরে গতকাল রাতে বিরামপুর বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে