হোম > সারা দেশ > দিনাজপুর

চৈত্রের বৃষ্টিতে রসুন নিয়ে বিপাকে কৃষক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

কেউ থালা দিয়ে জমির পানি সেচছেন, কেউ নালা তৈরি করে পানি অপসারণের ব্যবস্থা করছেন আবার কেউ পানিবন্দী জমিতে কাঁদার মধ্যেই রসুন তোলছেন। আজ সোমবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এমন দৃশ্য দেখা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, চৈত্র মাসের হঠাৎ বৃষ্টিতে শঙ্কিত এই উপজেলার রসুন চাষিরা। বৃষ্টি বেশি হলে জমিতে পানি জমে রসুন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। 

উপজেলার সাতনালা গ্রামে রসুন তুলছেন কৃষক মোজাহার হোসেন ও তার স্ত্রী। মোজাহার হোসেন বলেন, ‘টানা দু-দিনের ঝুম বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। এখনো রসুন তোলার সময় হয়নি। কিন্তু বৃষ্টির পানি জমি থেকে বের করে দেওয়ার কোনো উপায় নেই। জমিতে পানি থাকলে রসুন পচে নষ্ট হয়ে যাবে। এ জন্য কাঁদার মধ্যেই রসুন তোলা হচ্ছে। পরে তা পানিতে ধুয়ে নিতে হবে। 

একই গ্রামের রসুন চাষি জাকির হোসেন, সাত্তার মিয়া বলেন, ‘এমনিতেই বাজারে রসুনের দাম কম। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। তার ওপর বৃষ্টির পানি। রসুন খেত পানি জমেছে। রসুনের জমিতে পানি জমে থাকলে পচন ধরবে। এতে রসুনের ব্যাপক ক্ষতি হবে।’

বিন্যাকুড়ি গ্রামের রসুন চাষি আবদুল খালেক বলেন, ‘নিজের ২ বিঘা এবং বর্গা নেওয়া ৩ বিঘা জমিতে রসুন চাষ করেছি। ইতিমধ্যে এক বিঘা জমির রসুন বিক্রি করে প্রায় ১৫ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে। এখন বৃষ্টির কারণে রসুন নষ্ট হলে পথে বসতে হবে।’ 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর এই উপজেলায় ৪ ’শ ১১ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। তবে ফলন শতভাগ ভালো হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও বৃষ্টির কারণে রসুন নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। 

এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, ‘এ বছর এই উপজেলায় ৪ ’শ ১১ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার রসুনের ফলন ভালো হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ও হঠাৎ চৈত্রের বৃষ্টির কারণে কৃষকের হতাশার শেষ নেই। কৃষকেরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। আশা করছি জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে রসুনের তেমন ক্ষতি হবে না।’ 

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক