হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে হাসপাতালে ৫ মাস ধরে নেই অ্যান্টিভেনম, সাপে কাটা রোগীর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার সরকারি হাসপাতালে গত পাঁচ মাস ধরে অ্যান্টিভেনম ইনজেকশনের সরবরাহ নেই। ফলে সাপে কাটা রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। গতকাল রোববারও সাপের কামড়ে এক রোগীর মৃত্যু ঘটেছে।

জানা গেছে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যার) হাসপাতালে বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট ও ফুলবাড়ী উপজেলার নিকটবর্তী রোগীরা চিকিৎসা নিতে আসেন। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ার কারণে এই হাসপাতালে রোগীর চাপও বেশি। কিন্তু ব্যস্ততম এই হাসপাতালেই গত পাঁচ মাস ধরে সাপে কাটা রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম ইনজেকশনের সরবরাহ নেই। এতে বিরামপুর থেকে ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগী নিয়ে যাওয়ার পথেই তাঁদের অবস্থা আরও গুরুতর পর্যায়ে যাচ্ছে বা কারও মৃত্যু ঘটছে।

গতকাল সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের গোহাটিতে নালা পরিষ্কার করতে গিয়ে আব্দুল জলিল (৪২) নামের এক ব্যক্তি সাপের কামড় খান। তাঁকে দ্রুত বিরামপুর হাসপাতালে নিলেও অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। জলিলের ছেলে অনিক হোসেন সাব্বির এই তথ্য নিশ্চিত করেন। মৃত জলিল ওই এলাকার আনছার আলীর ছেলে।

বিরামপুর হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার বিষয়ে হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহরিয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বিগত পাঁচ মাস ধরে এখানে অ্যান্টিভেনম সরবরাহ নেই। অ্যান্টিভেনম পাওয়ার অনুরোধ জানিয়ে দুদিন আগে জেলা সিভিল সার্জনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিরিরবন্দরে বাসচাপায় দুই নারী ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ীতে যুবদল নেতার বহিষ্কার দাবি

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক

মেডিকেল ভর্তিতে মানবিক গুণাবলি যাচাই করা হবে: স্বাস্থ্যশিক্ষা মহাপরিচালক

খানসামায় শিল্পকলা একাডেমির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

বাড়ির পাশের বাগানে মিলল সাবেক ইউপি সদস্যের লাশ

সুগন্ধি ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক, উৎপাদন খরচ নিয়ে শঙ্কা

মা ও শিশুকল্যাণ কেন্দ্র: উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ঢুকে গেল শপিং কমপ্লেক্সে, আহত ২