হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। পরে স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আজ রোববার ফুলবাড়ী রেলস্টেশনের স্বজন পুকুর (বুন্দিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের অভয়নগরের বাসিন্দা কামাল মিয়ার (৩৫) সঙ্গে রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট এলাকার সালেহা বেগমের (৩০) বিয়ে হয়। তাঁদের সংসারে ১৩ বছরের মেয়ে এবং ৮ বছরের একটি ছেলেসন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে সালেহা বেগম বাবার বাড়িতে থাকেন। এ সময় মেয়ে মায়ের সঙ্গে এবং ছেলে বাবার সঙ্গে থাকত।

দেড় মাস আগে সালেহা বেগম স্বামী কামালকে ডিভোর্স দেন। কথাবার্তার মাধ্যমে কামাল তাঁর ছেলেকে স্ত্রীর কাছে ফেরত দিতে চান। আজ দুপুরে ছেলেকে ফুলবাড়ী স্টেশনে নিয়ে আসেন কামাল। সেখানে ছেলেকে নিতে যান সালেহা। এরপর দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর পেটে ছুরিকাঘাত করেন স্বামী।

এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসেন। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি থানা হেফাজতে রয়েছেন। আহত স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অভিভাবকেরা আসছে, মামলার প্রস্তুতি চলছে।’

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি