দিনাজপুরের বিরামপুরে দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দিলরুবা নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার শ্রীপুর গ্রামের দোলোয়ার হোসেনের মেয়ে। আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতের পরিবার বলছে, ছাগলবাঁধা দড়িতে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে তার। পুলিশ বলছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দিলরুবার পিতা দোলোয়ার হোসেন বলেন, দিলরুবা সকাল ১০টার দিকে বাড়ির বাইরে খেলাধুলা করছিল। পাশে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা বেঁধে রাখার ঝুলন্ত দড়ি ছিল। দিলরুবা সেই দড়ির ফাঁসে মাথা ঢুকিয়ে টানাটানি করার ফলে গলায় ফাঁস এঁটে যায়। দিলরুবাকে সঙ্গে সঙ্গে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য তার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।