হোম > সারা দেশ > রংপুর

খানসামায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত বড় ভাই

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় কাঠবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ছোট ভাই চন্দন কুমার রায় নরেশ (৪০)। আজ শনিবার সকাল ৮টার দিকে খানসামা বাজারের পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন নিহতের বড় ভাই বিজয় কুমার রায় (৪৫)। 

নিহত চন্দন কুমার রায় নরেশ ও আহত বিজয় কুমার রায় (৪৫) নীলফামারীর কিশোরগঞ্জের বাজে ডুমুরিয়া গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে চন্দন রায় তাঁর বড় ভাই বিজয় কুমারকে বাসা থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জ গ্রামীণ ব্যাংকের ঝাড়বাড়ি ব্রাঞ্চে তাঁর কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় খানসামা বাজারের পুরোনো ইউনিয়ন পরিষদ ভবনের সামনে কাঠবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারান চন্দন রায়। পরে গুরুতর আহত অবস্থায় বিজয় কুমারকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং থানার পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

খানসামা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

অফিসার ইনচার্জ আরও বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে