হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে জঙ্গি সন্দেহে আটক ৪২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিভিন্ন মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪২ জনকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিটের একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলা ও বিরল উপজেলা থেকে তাঁদেরকে আটক করা হয়েছে।

কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় প্রথমে শহরের মহারাজা মোড় এলাকায় বায়তুল ফালাহ মসজিদে অভিযান চালায়। এ সময় বৈঠকরত অবস্থায় জঙ্গি সন্দেহে মোট ১২ জনকে আটক করে তাঁরা। এ ছাড়া বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন এবং সেতাবগঞ্জ এলাকার একটি মসজিদ থেকে ১৩ জনকে আটক করে। তাবলিগ জামায়াতের ৪০-৪৫ জনের একটি দল গতকাল ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আসে। তাঁরা বিভিন্ন মসজিদে বসে নাশকতার পরিকল্পনা করছিল। কাউন্টার টেররিজম কাছে পূর্বে থেকেই এমন তথ্য ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছেন তারা।

মহারাজা মোড় এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের খাদেম আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় এই মসজিদে তাবলিগ পরিচয় দিয়ে ২২ জন ব্যক্তি আসে। তারা মসজিদে রাত যাপনের কথা জানায়। পরে দুপুরের আগেই ১০ জন্য অন্যত্র চলে যায়। তাঁরা বিভিন্ন বয়সের ছিল। রাতে এশার নামাজ পড়ে আমি বাড়ি চলে আসি। পরে শুনতে পারি তাঁদের পুলিশ ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ