দিনাজপুর শহরের এক বাড়ির রান্নাঘরের মেঝেতে স্ত্রীর ও আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- ৬৫ বছর বয়সী মজিবর রহমান ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৪২)। মজিবর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার রহিম উদ্দিন আহমেদের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ঈমান আলী জানান, বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের এক বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আজকের পত্রিকাকে তিনি বলেন, মজিবর রহমান দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে লিলির মোড় এলাকায় লুৎফুননেছা টাওয়ারসংলগ্ন ফাতেমা বীথি নামের ওই বাড়িতে তত্ত্বাবধায়কের কাজ করতেন। স্ত্রীও তাঁর সঙ্গে সেখানেই থাকতেন। বাড়ির মালিক অ্যাডভোকেট নিলুফার রহিম সপরিবারে ঢাকায় থাকেন।
নিহতের একমাত্র সন্তান সিরাজুল ইসলাম জানান, তাঁর বাবা-মার এভাবে মৃত্যুর কোনো কারণ জানা নেই। এক সপ্তাহ আগে বাবার সঙ্গে তাঁর শেষ কথা হয়।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম আজকের পত্রিকাকে বলেন, মজিবরের লাশ ‘ঝুলন্ত অবস্থায়’ ছিল এবং তাঁর স্ত্রীর লাশ ‘রান্নাঘরের মেঝেতে ছিল, মাথায় আঘাতের’ চিহ্ন আছে।