হোম > সারা দেশ > রংপুর

ময়লার ভাগাড় থেকে মাথা থেঁতলানো অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উদ্ধার করা লাশের মাথা থেঁতলানো ছিল বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

দিনাজপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা শাহ লাশ উদ্ধারের সংবাদ আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম দুপুরে মোবাইল ফোনে জানান যে, পৌর এলাকার মাতাসাগর ময়লার ভাগাড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ পড়ে আছে। পরে সেখানে পুলিশ পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে স্থানীয়রা ওই নারীর লাশ দেখার পর কেউ চিনতে পারেনি। লাশ শনাক্ত ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছু আলামত সিআইডি পুলিশের কাছে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোলাম মাওলা শাহ আরও বলেন, প্রাথমিকভাবে এ বিষয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে হত্যাকাণ্ড নিশ্চিত হওয়া গেলে তা মামলা হিসেবে নেওয়া হবে।

দিনাজপুর পৌরসভার ময়লার গাড়ির শ্রমিক রবিন পাল বলেন, ‘আমরা প্রতিদিন ময়লার গাড্ডায় ময়লা ভর্তি করে গাড়ি নিয়ে আসি। গাড়ি থেকে ময়লা ফেলার সময় হঠাৎ মানুষের পায়ের মতো কিছু দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি মেয়র সাহেবকে জানানো হয়।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে