হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপ যাত্রী নিহত, আহত ২ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মিলন (২৫) নামে পিকআপের একজন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম (২০) ও দেলোয়ার হোসেন (২২)। আহতেরা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত মিলন পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হাসান বলেন, একটি পিকআপ দুপুর ১টার দিকে হাবড়া থেকে ঝাউপাড়া গ্রামের দিকে যাচ্ছিল। এদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ই-১৭১ নম্বর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় পিকআপটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে ২০ মিটার দুরে ছিটকে পড়ে পিকআপ। এতে ঘটনাস্থলেই মিলন নামের ওই যুবকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মাসুম ও দেলোয়ার হোসেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ছাড়া, এই লেভেল ক্রসিংটি অরক্ষিত থাকে বলে জানান স্থানীয়রা। 

পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ শনাক্ত করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে