হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবিতে সংঘর্ষ: বিএনপি নেতা বাদশা কারাগারে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষের মামলায় বিএনপি নেতা আনিছুর রহমান ওরফে বাদশা চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহর আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতের ইন্সপেক্টর মো. রাজ্জাকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আনিসুর রহমান ওরফে বাদশা দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলাধীন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। 

গত ১৯ জুলাই বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে নেতা-কর্মীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংঘর্ষ হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক সালাউদ্দিন কাদের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাদশা চেয়ারম্যানসহ নয়জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এ মামলায় তিনি এত দিন উচ্চ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশক্রমে ছয় সপ্তাহ পর আজ দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে