হোম > সারা দেশ > রংপুর

এক মাস আগে স্ত্রীর তালাক পাওয়া যুবকের ‘আত্মহত্যা’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মমিনুল ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মমিনুল ইসলাম পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামের মৃত মালেকের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিকশা ভ্যানচালক ছিলেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে পারিবারিক কলহের জেরে মমিনুল ইসলামকে তালাক দিয়ে একটি ছেলে সন্তানসহ বাবার বাড়ি চলে যান স্ত্রী শাম্মী আক্তার। এদিকে মমিনুল ইসলামের কিছু ঋণ ছিল। এ অবস্থায় কিছুদিন আগে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত রিকশা ভ্যানটি চুরি হয়ে যায়।

এসব নিয়ে মমিনুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রোববার শাম্মীর সঙ্গে মোবাইল ফোনে মমিনুলের কথা হয়। এরপর সন্ধ্যায় নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যু মামলা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে