হোম > সারা দেশ > রংপুর

খানসামায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার মারগাঁও গ্রামে স্বামী রবিউল ইসলাম (৩৫) ও স্ত্রী শামসুন্নাহার বেগমের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে শয়নকক্ষ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

রবিউল ইসলাম উপজেলার মারগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে এই দম্পতির ৯ মাস বয়সী কন্যাসন্তানের কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন খোঁজ নিতে আসে। তারা এসে দেখে রবিউলের বাড়ির মূল দরজা বন্ধ। পরে সেটি ভেঙে দেখা যায়, শয়নকক্ষে তাঁরা একই রশিতে ঝুলন্ত অবস্থায় আছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে খানসামা থানার পুলিশ। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১২-১৩ বছর আগে একই গ্রামের দুলাল মেম্বারপাড়ার শমসের আলীর মেয়ে শামসুন্নাহারের সঙ্গে রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না, সংসারে ঝগড়া লেগে থাকত। সংসারের ঝগড়া নিয়ে কয়েকবার গ্রাম্য সালিস ও মীমাংসা হয়েছে। 

তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মৃত শামসুন্নাহারের পরিবার। 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে কাজ করছে থানার পুলিশ।’

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে