হোম > সারা দেশ > রংপুর

বীরগঞ্জে নৌকার পক্ষে কাজ করায় ১৩ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচার–প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে ১৩ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে আজ শনিবার তিনজনকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে, আরও ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 

আজ অব্যাহতি পাওয়া তিনজন হলেন—বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক গৌরাঙ্গ পাল ও বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী। 

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে তিনজন প্রিসাইডিং অফিসারকে আজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণার অংশের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন বিধিমালা লঙ্ঘনের কারণে তাঁদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এ ছাড়া এর আগে বীরগঞ্জ সরকারি কলেজের ১০ প্রভাষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী। এ নিয়ে মোট ১৩ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে