হোম > সারা দেশ > রংপুর

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

স্কুলে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত তিন বন্ধু হলো—উপজেলার মাকড়াই স্লুইসগেট এলাকার মো. আফসার আলীর ছেলে মো. সাহাদত (১৫), একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. শাহরিয়ার শুভ (১৫) এবং মো. শুক্কর আলীর ছেলে মো. মুজাহিদ (১৪)। 

এদের মধ্যে সাহাদত ও শাহরিয়ার শুভ কবি নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মোজাহিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

নিহতদের বন্ধু মো. জিহাদ ইসলাম জানান, শুভ তার বাবার মোটরসাইকেল নিয়ে সাহাদত ও মোজাহিদসহ সকালে বিদ্যালয়ে ভর্তি জন্য আসে। সেখানে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে তিনজন ঘুরতে বেরিয়ে পড়ে। এর একপর্যায়ে সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই সাহাদত ও শাহরিয়ার শুভ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোজাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ এবং বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীগণ উদ্ধারকাজে অংশগ্রহণ করেন। 

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মেরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে