হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে দেয়ালচাপায় গৃহবধূর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে মাটির দেয়াল ধসে গিয়ে তাঁর নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম সামসুন নাহার (৪৫)। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর নদীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সামসুন নাহার (৪৫) বাড়ির টিউবওয়েলের সামনে মাছ পরিষ্কার করতে গেলে পাশের একটি মাটির ঘরের দেয়াল ধসে গিয়ে তাঁর ওপরে ভেঙে পড়ে। এতে সামসুন নাহার (৪৫) মাটির নিচে চাপা পড়েন। এ সময় বাড়ির ও স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক শাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে ওই দেয়ালটি ভিজে গিয়ে বিপজ্জনক ছিল। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে

জৌলুশ হারিয়ে ক্রেতাশূন্য মন্ত্রী মার্কেট, দোকান ছেড়ে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

হাদির ওপর হামলা: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে নজরদারি জোরদার

হাদিকে গুলি: জড়িতদের দেশত্যাগ ঠেকাতে হিলি সীমান্তে সতর্কতা জারি

নিজ ঘরে রক্তাক্ত লাশ

দিনাজপুরে তিন অবৈধ ইটভাটায় অভিযান

নির্বাচনকে সামনে রেখে হিলি সীমান্তে টহল জোরদার বিজিবির

কৃষকের ঘরে ১২ ফুট লম্বা গাঁজার গাছ, আটক