হোম > সারা দেশ > রংপুর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বিপর্যস্ত জনজীবন

দিনাজপুর প্রতিনিধি

কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। যদিও মাঘ মাস শুরু হতে আরও এক দিন বাকি, কিন্তু দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলের মানুষ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে দিনাজপুরে সূর্যের দেখা নেই বললেই চলে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদিকে দিনাজপুরে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

জেলা আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। 

গত কয়েক দিন ধরেই জেলায় বেড়েছে শীতের দাপট। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার পরিবহন চলছে ধীরগতিতে। 

গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের ষষ্ঠীতলা মোড়ে এসেছেন রবিন দাশ। তিনি বলেন, শীতের সকালে গত দুই দিন ধরে এখানে বসে থেকে চলে যাচ্ছি, কাজ পাচ্ছি না। কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে। 

রামনগরের ষাটোর্ধ্ব মকসেদুর রহমান বলেন, ‘যে শীত শুরু হইছে, কেমন করি মানুষ বাড়ি থেকে বের হইবে। এইরকম শীত চলিতে থাকিলে হামার মতোন বুড়া মানুষগুলা বাঁচা কঠিন হই যাবে।’ 

ভ্যানচালক সম্ভু মিয়া বলেন, ‘শীতের কারণে মানুষ বেশির ভাগ কাজ বন্ধ রাখিছে। বাহির হইয়াও ভাড়া পাওয়া যায় না। কিন্তু এইভাবে চলিলে তো না খাই থাকিবা নাগিবে।’ 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আজ শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি এটি আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। জেলায় এ সপ্তাহের শেষের দিকে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

১২ ফেব্রুয়ারির নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: উপদেষ্টা ফাওজুল

ডিবি পরিচয়ে অপহরণ, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৫

দিনাজপুরে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

খানসামায় গ্রাম সমিতির অফিসের বারান্দা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের মেয়ে পুতুলের স্মৃতিবিজড়িত তৈয়বা ভিলায় শোকের ছায়া

একসময়ের জ্ঞানের বাতিঘর আজ নিকষ কালো অন্ধকার

দিনাজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সেতুর দাবি: চাষির ফসলের ন্যায্যমূল্য আটকা ইছামতীতে