হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, আহত ৪ 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে মধুমিতা লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ওই শিশুর নাম নুরে আলম নোমান (৮)। সে পঞ্চগড় জেলার আটোয়ারি থানার যাদবপাটি সরকারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, অটোরিকশার চালক মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও নাজমুল ইসলাম (১৬)। এ ঘটনায় অপর এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মধুমিতা লেভেলক্রসিং এলাকায় পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি রেললাইন পার হচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী তুরাগ ট্রেন ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুটির। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আনা হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুর মোহাম্মদ বলেন, পুলিশ মরদেটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬