হোম > সারা দেশ > গাজীপুর

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত মেহনাজ আফরিন হুমাইরার (৮) লাশ নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমাইরার লাশ নিয়ে গতকাল রাতে একটি অ্যাম্বুলেন্সে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তেলিপাড়া এলাকায় যাচ্ছিলেন স্বজনেরা।

যাওয়ার পথে রাত ২টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে যায়। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা নিহত শিক্ষার্থীর কয়েকজন স্বজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

পরে স্থানীয় সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁরা রাতেই অন্য একটি অ্যাম্বুলেন্সে নিহত শিক্ষার্থী হুমাইরার লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।

সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশাররফ হোসেন বলেন, ‘রাতে দুর্ঘটনাকবলিত ওই অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিলেন। কিন্তু তাঁরা গুরুতর অবস্থায় ছিলেন না। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

এ ব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিম জানান, রাতে ওই লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-টঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে অন্য একটি অ্যাম্বুলেন্সে ওই শিক্ষার্থীর লাশসহ স্বজনদের টাঙ্গাইলে তাঁদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই