হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বাঁধা। ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলায় মোশারফ কম্পোজিট লিমিটেডের কারখানার গোডাউনে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ৭ টন সুতা, নগদ অর্থসহ প্রায় ২৮ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে গেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেডের কারখানা রয়েছে। গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত ৩টার দিকে একটি কাভার্ড ভ্যান নিয়ে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল কারখানায় হানা দেয়। ডাকাতেরা নিরাপত্তাকর্মীসহ উপস্থিত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের হাত-পা বেঁধে ফেলে।

পরে ডাকাতেরা কারখানার গোডাউনে ঢুকে লুটপাট চালায়। এ সময় তারা ৭ টন সুতা ও নগদ অর্থ লুট করে কাভার্ড ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া জিনিসপত্রের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। ডাকাতেরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে কারখানার আশপাশ এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।

মোশারফ কম্পোজিট লিমিটেডের প্রশাসন বিভাগের উপমহাব্যবস্থাপক ইউনুস আল মামুন বলেন, ‘কারখানায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমাদের কর্মীদের হাত-পা বাঁধা।’ তিনি আরও জানান, ডাকাতেরা গোডাউনের মূল্যবান সুতাসহ ২৮ লোখ টাকার মালপত্র নিয়ে গেছে। এই ঘটনায় কারখানার পক্ষ থেকে নবী নেওয়াজ বাদী হয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, ‘ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়াও এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ