নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ওয়ারীতে ‘পেশওয়ারাইন’ নামের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১৪ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। রাত ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
আনোয়ার ইসলাম বলেন, ওয়ারীতে একটি রেস্টুরেন্টের কিচেনে আগুন লেগেছিল। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।