হোম > অপরাধ > ঢাকা

মুন্সিগঞ্জ সদরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরে আল আমিন (২৫) নামের এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বলেন, মুক্তারপুর ব্রিজ থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা বিকেলে অটোতে ওঠেন। পরে রাতে দিঘিরপাড় বাজার এলাকা থেকে ফেরার পথে আসামিরা অটোটি ছিনতাইয়ের চেষ্টা করেন এবং চালককে ছুরিকাঘাত করে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল উদ্ধার করা হয় এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিশুক চালককে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুর এলাকায় দুষ্কৃতকারী মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ মিশুক চালক আল-আমিনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দুই ছিনতাইকারীকে বাধা দেয় মিশুক চালক। পরে তাঁরা সুইচ গিয়ার দিয়ে অটোচালক আল-আমিনকে ছুরিকাঘাত করে।

পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি অবস্থায় অটোচালক আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহত আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীপুর থানায়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির