হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে লোহার পাইপ পড়ে শিশুর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে লোহার পাইপের আঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শিশুর নাম আজিজুল মুন্সি ইকবাল (৭)। আজিজুল শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার মাস্টার হাটখোলা গ্রামের ইয়াসিন মুন্সির ছেলে। আজিজুল স্থানীয় বাইতুল কোরআন আলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় থানা-পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই এলাকার হাই ভিশন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী সরিয়ে নিচ্ছিলেন শ্রমিকেরা। এ সময় ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু আজিজুল। হঠাৎ নির্মাণকাজে ব্যবহৃত একটি পাইপ ছিটকে পড়ে শিশু আজিজুলের ওপর। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

হাই ভিশন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার লিমিটেড কোম্পানির পরিচালক আবুল হোসেন বলেন, ‘আমি দুর্ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাদের লোকজনদের ধরে থানায় নিয়ে গেছে। নির্মাণকাজ বন্ধ আছে। থানায় যাচ্ছি। এটা থানায় মীমাংসা করব।’ 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান