হোম > সারা দেশ > গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে বিআরটি প্রকল্পের নির্মাণশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বিআরটি প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণশ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার এলাকায় বিআরটি প্রকল্পের উড়াল সেতুর ওপর এ কর্মসূচি পালিত হয়। 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো এই প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণশ্রমিকেরা গত মার্চ মাসের বেতন পাননি। তাই আজ বকেয়া বেতন পরিশোধের দাবিতে উড়াল সেতুর ওপর অবস্থান নেন তাঁরা। এ সময় উড়াল সেতুর ওপর দিয়ে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টার অবস্থান শেষে প্রকল্প পরিচালকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন শ্রমিকেরা। 

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, ‘মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করেনি বিআরটি কর্তৃপক্ষ। আমরা শুনেছিলাম ঈদের আগে বেতন পরিশোধ করা হবে না। সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রকল্পের পরিচালক ঘটনাস্থল আসেন এবং বেতন পরিশোধের আশ্বাস দেন। এরপর আমরা সড়ক থেকে অবরোধ তুলে নিই।’ 

এ নিয়ে জানতে চাইলে বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, ‘নির্মাণশ্রমিকেরা ঠিকাদারের অধীনে কাজ করেন। তাঁদের মার্চ মাসের বেতন গত ১৫ এপ্রিল পরিশোধের কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। দ্রুতই তাঁদের বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের জানানো হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির