হোম > সারা দেশ > গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে বিআরটি প্রকল্পের নির্মাণশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন বিআরটি প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণশ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী বাজার এলাকায় বিআরটি প্রকল্পের উড়াল সেতুর ওপর এ কর্মসূচি পালিত হয়। 

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো এই প্রকল্পের চুক্তিভিত্তিক নির্মাণশ্রমিকেরা গত মার্চ মাসের বেতন পাননি। তাই আজ বকেয়া বেতন পরিশোধের দাবিতে উড়াল সেতুর ওপর অবস্থান নেন তাঁরা। এ সময় উড়াল সেতুর ওপর দিয়ে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টার অবস্থান শেষে প্রকল্প পরিচালকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন শ্রমিকেরা। 

নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, ‘মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করেনি বিআরটি কর্তৃপক্ষ। আমরা শুনেছিলাম ঈদের আগে বেতন পরিশোধ করা হবে না। সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রকল্পের পরিচালক ঘটনাস্থল আসেন এবং বেতন পরিশোধের আশ্বাস দেন। এরপর আমরা সড়ক থেকে অবরোধ তুলে নিই।’ 

এ নিয়ে জানতে চাইলে বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, ‘নির্মাণশ্রমিকেরা ঠিকাদারের অধীনে কাজ করেন। তাঁদের মার্চ মাসের বেতন গত ১৫ এপ্রিল পরিশোধের কথা ছিল। কিন্তু দেওয়া হয়নি। দ্রুতই তাঁদের বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের জানানো হবে।’

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি