হোম > সারা দেশ > ঢাকা

জবি ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি

জবি: পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন হয়। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল আলম টিটন বলেন, ‘দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাই। অপরাধীকে গ্রেপ্তার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন অন্য কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

প্রসঙ্গত, গত রোববার পুরান ঢাকার কলতাবাজার এলাকায় রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রয়োজনীয় বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কবি নজরুল কলেজের পাশে উইনস্টন গলিতে প্রবেশ করলে নির্জন রাস্তায় একা পেয়ে তাঁকে আক্রমণ করে অজ্ঞাত এক যুবক। এ সময় সেই ছাত্রীর চিৎকারে ছেলেটি ঢাকা মহানগর মহিলা কলেজের দিকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রথমে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন