রাজধানীর পল্টন থানায় নাশকতার আরেক মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. শাহীন মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সপুকে গ্রেপ্তার দেখানো হয়। সপুর আইনজীবী জহির রায়হান জানান, ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া মামলাগুলোতে জামিন পেয়ে গতকাল মঙ্গলবার কারাগার থেকে বের হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
গত বছরের ৪ ডিসেম্বর মামলাটি দায়ের হয়েছিল। এই মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) সপুর নাম নেই।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডির শংকর এলাকার বাসা থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সপুকে আটক করে পুলিশ। পরে পুলিশকে লাঞ্ছিত এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ ফেব্রুয়ারি ওই মামলায় তিনি জামিন পান। জামিনে কারামুক্ত হওয়ার আগে রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সেই মামলায় গত ২০ মার্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এরপর মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেলে তাঁকে ফের গ্রেপ্তার করা হয়।