হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন 

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক (এফএইচ) মুসলিম হলে গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বিচার দাবি করে আজ শুক্রবার মানববন্ধন করেছে ঢাকাস্থ পাথরঘাটার শিক্ষার্থীরা। 

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কাজে যথাযথ সহযোগিতা না করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিচার নিশ্চিত করার দাবিও জানান শিক্ষার্থীরা। 

মানববন্ধনে অংশ নেওয়া ঢাবি শিক্ষার্থী নাসরিন সুলতানা বলেন, ‘তোফাজ্জল শুধু পাথরঘাটার সন্তান না, স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা আর কোনো তোফাজ্জলকে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা আশা রাখব, বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করবে।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলাল হোসেন রাকিব বলেন, ‘একমুঠো ভাতের জন্য কাউকে প্রাণ দিতে না হয়। কোনো প্রতিষ্ঠানে এ রকম ঘটনা আমরা দেখতে চাই না। অন্তরবর্তী সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি করছি।’ 

ঢাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার জিয়াউর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না, দায়সারা কাজ করে যাচ্ছে। হত্যায় জড়িতদের ছাত্রত্ব এখনো বাতিল করা হয়নি। আপনারা দায় এড়াতে চাইলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। তোফাজ্জলের কেউ নেই তবে পাথরঘাটাবাসী আছে। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা বিচার নিশ্চিত করব।’ 

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে রাতে কয়েক দফায় নির্যাতন করে, পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির