হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এক দিনে করোনায় আক্রান্ত ১২৩ জন, মৃত্যু ১

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আজ রোববার জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ জন, পাকুন্দিয়া উপজেলায় ১০ জন, কটিয়াদী উপজেলায় ৪০ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ৫৬ জন, নিকলী উপজেলায় ১ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন, ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২২৯। যাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৩৭ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৬০৭ জন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ২ হাজার ৩৭৬ জন। তাঁদের মধ্যে ৯৫ জন হাসপাতালে ও ২ হাজার ২৮১ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

অন্যদিকে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে সর্বোচ্চ ৫৫ জন, হোসেনপুরে ৮ জন, করিমগঞ্জে ৯ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ৯ জন, কটিয়াদীতে ১১ জন, কুলিয়ারচর উপজেলায় ৭ জন, ভৈরবে ২৯ জন, নিকলীতে ৭ জন, বাজিতপুরে ১২ জন, ইটনায় ১ জন ও মিঠামইনে ১ জন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ