হোম > সারা দেশ > রাজশাহী

গোপালগঞ্জের ঘটনায় মৃত দেখানো যুবক জানালেন, ‘ভাই বেঁচে আছি’

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

জুলকার নাইম (হৃদয়)। ছবি : আজকের পত্রিকা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় চারজনের প্রাণহানির একটি প্রতিবেদন আজ বৃহস্পতিবার একটি দৈনিক পত্রিকার প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়। সেখানে নিহত ব্যক্তিদের মধ্যে একজন রমজান কাজী বলে পরিচয় দিয়ে একটি ছবিও ছাপা হয়। কিন্তু ছবিতে যাঁকে দেখা যায়, তিনি আসলে জীবিত এবং তাঁর নাম জুলকার নাইম (হৃদয়)।

জুলকার নাইম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের বাসিন্দা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে আজকের পত্রিকার সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

জুলকার নাইম বলেন, ‘ভাই, আমি মরি নাই। এখনো বেঁচে আছি। পত্রিকার পাতায় নিজের ছবি দেখে হতবাক হয়ে যাই। সকালে বাজারে গেলে পরিচিত অনেকে চেয়ে থাকে। কেউ কেউ তো বলেই বসেছে, তুই নাকি মারা গেছিস। বাড়ি ফিরে গিয়ে মা-বাবাকে সব খুলে বলেছি।’

জুলকার নাইম আরও বলেন, ‘যে ভিডিও আওয়ামী লীগের লোকজন নিজেদের বলে প্রচার করছে, সেটি আসলে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার। তখন আমি উপজেলা ও জেলাপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিলাম। বর্তমানে সিরাজগঞ্জ জেলা কমিটির বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য হিসেবে আছি। আমরা দ্রুত সংবাদ সম্মেলন করে প্রকৃত ঘটনা তুলে ধরব।’

এ ঘটনায় জুলকার নাইমের মা মোল্লিকা খাতুন বলেন, ‘সকালে ছেলে এসে বলে, ‘‘মা, আমি নাকি মারা গেছি।’’ এই কথা শুনে আমরা থমকে যাই। সত্যিই যদি ছেলে বাইরে থাকত, তাহলে যতই বলুক বিশ্বাস করা কঠিন হতো। কিন্তু আমার ছেলে তো সকালে আমার সামনে বসেই ভাত খেয়েছে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য