হোম > সারা দেশ > টাঙ্গাইল

আটকের পর থানায় অসুস্থ ট্রাকচালক, হাসপাতালে মৃত ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী দুই ট্রাকচালককে আটকের পর থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে সুমন মিয়া (২৭) নামের এক ট্রাকচালক অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুমন মিয়ার সঙ্গে থাকা অপর ট্রাকচালক ও তাঁর চাচাতো ভাইয়ের দাবি, থানায় সুমন মিয়া অসুস্থবোধ করলেও পুলিশ সে সময়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

গতকাল বুধবার রাত ১০টার দিকে সুমন মিয়ার মৃত্যু হয়। এর আগে, এদিন সন্ধ্যা ৭টার দিকে ট্রাকসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সুমন মিয়া উপজেলার জামুরিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

আরেক ট্রাকচালক এবং নিহত সুমনের চাচাতো ভাই সুজন বলেন, ‘আমরা ট্রাক নিয়ে উপজেলার সাগরদীঘি থেকে কলেজমোড় আসার পরই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরপর কাগজপত্র যাচাই বাছাই করে। এ সময় একটি গাড়ির কাগজপত্র না থাকায় বাড়িতে লোক পাঠানো হয়। এ সময় ভয়ে সুজন অসুস্থ হয়ে পড়ে। পুলিশকে বারবার বলেছি সুমন অসুস্থ তারপরও কোনো উদ্যোগ নেয়নি।’

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘ঘাটাইল উপজেলার গ্রামীণ সড়কগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ভারী যানবাহন ডাম্প ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তাই গতকাল দুটি ডাম্প ট্রাক থানায় আনা হয়। গাড়ির কাগজপত্র দেখিয়ে তাঁদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। তাঁদের আটক করা হয়নি।’

ওসি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, ট্রাক চালকেরা থানা চত্বরে ঘোরাফেরা করছেন। পানি খেয়েছেন। তারপর সুমন মিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’

লাশ ময়নাতদন্ত করার জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম বলেন, ওই চালককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ সুজনকে মৃত ঘোষণা করেন।

জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুজনের মরদেহ দেখতে পেয়েছি। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা তদন্ত করলে জানা যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান বলেন, ডাম্প ট্রাক চলাচল নিষিদ্ধ ছিল। সেই অনুযায়ী পুলিশ দুইটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। এরপর সেখানে একজন অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন