গাজীপুরের টঙ্গীতে ময়লার স্তূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর গাজীবাড়ী এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি ময়লার স্তূপে সাত মাস বয়সী কন্যাশিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুপুরে মরদেহটি স্থানীয় মরকুন কবরস্থানে দাফন করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, কে বা কারা শিশুটির মরদেহ ময়লার স্তূপে ফেলে গেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।