হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেয়েজামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে বন্দরে পারিবারিক কলহের জেরে মেয়ে ও মেয়ের জামাইয়ের মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম নাসিরউদ্দিন ওরফে দাদন (৬৫)। এ ঘটনায় জামাতা চঞ্চল মিয়াকে (৪০) আটক করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নাসিরউদ্দিন ওরফে দাদন দুটি বিয়ে করেছেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর মেয়ে ঝিনুকের সঙ্গে পরিবারের কর্তৃত্ব নিয়ে প্রথম স্ত্রীর মেয়ে আনুরি বেগমের বিরোধ চলছিল। এই বিরোধে যুক্ত হন আনুরি বেগমের স্বামী চঞ্চল মিয়া। আজ দুপুরে ঝগড়ার রেশ ধরে চঞ্চল মিয়া তাঁর শ্বশুর নাসিরউদ্দিনকে কিল-ঘুষি ও মারধর করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন নাসিরউদ্দিন। মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরেই চঞ্চল মিয়াকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহে মেয়ে ও জামাতার মারধরের পর বৃদ্ধ নাসিরউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় বৃদ্ধের মেয়ের জামাই চঞ্চলকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি