হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলা, বাবা–মায়ের পর এবার নার্সিং শিক্ষার্থী ছেলে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

গ্রেপ্তার নার্সিং শিক্ষার্থী মোত্তাকিম। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে আলোচিত অর্থোপেডিক চিকিৎসক শাহিন আক্তার জোয়ারদারের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নার্সিং শিক্ষার্থী মোত্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মোত্তাকিমকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরদিন তাঁর বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।

নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন করছেন। এ ছাড়া তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কোতোয়ালি থানার পুলিশের একটি দল মোত্তাকিমকে গতকাল মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছয় আসামির মধ্যে তাঁর বাবা–মাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিন আক্তার জোয়ারদার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইন্টার্ন নার্স মোত্তাকিম তাঁকে ধাক্কা দেন। এর জেরে আধা ঘণ্টা পর ৮-১০ জন বহিরাগত নিয়ে তাঁর ওপর হামলা চালান মোত্তাকিম। এ সময় চিকিৎসক মাটিতে পড়ে গেলে লোহার রড দিয়ে পেটান হামলাকারীরা। এতে তাঁর দুটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁট কেটে যায়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা। পরে মোত্তাকিমের মা ওই হাসপাতালের সিনিয়র নার্স জোবায়দা গুলশান, বাবা আলমগীর হোসেনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল