হোম > সারা দেশ > ঢাকা

শাকিল বললেন, তাঁর ইমেজ নষ্ট করতেই মামলা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ এনে মামলা করেছেন এক নারী। গেল বৃহস্পতিবার রাতে গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়। 

মামলার বিষয়ে শাকিল আহমেদ দাবি করেন, এটি ষড়যন্ত্রমূলক মামলা। তিনি আজকের পত্রিকাকে জানান, তাঁর ব্যক্তি ইমেজ নষ্ট করতে পরিকল্পিতভাবে একটি মহল এই মামলা করেছে। 

গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইন ৯-এর ১ ধারায় গুলশান থানায় মামলা করেন ওই ভুক্তভোগী। গুলশান থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে আরও আগে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ তাঁর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। 

মামলার পর বৃহস্পতিবার রাত ১২টায় ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান থানা-পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। ঢামেক হাসপাতালে নিয়ে আসা গুলশান থানার এসআই মো. মামুন বলেন, ঢাকা মেডিকেলে ভিকটিমের শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। সম্মেলনেও তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার বিচার দাবি করেন।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা